পটুয়াখালীতে অগ্নিকান্ডে ব্যাংকের শাখা সহ অর্ধশতাধিক দোকান ও ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ৩, ২০২৩ | আপডেট: ১১:১২ অপরাহ্ণ,

মোঃ হাফিজুল ইসলাম শান্ত: পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে অগ্রনী ব্যাংকের একটি শাখার আংশিক সহ প্রায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের ৩ নং ওয়ার্ডের পূরান বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশ ৩ কর্মী সহ মোট ৬ জন আহত হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রনী ব্যাংক সংলগ্ন হারুন মুন্সীর তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিকায় ভূস্মিভূত হয় অগ্রনী ব্যাংকের পূরান বাজার শাখার আংশিক, ১ টি ৫ তলা ও ১ টি ৩ তলা ভবনের আংশিক এবং অর্ধশতাধিক দোকান ও বসত ঘর। পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। তবে কিভাবে আগুন লেগেছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *