কবিতা একমুঠো_প্রেম

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

কবি মান্নান ফরিদী
একমুঠো প্রেম নিয়ে
জীবন বাজি রেখেছি;
মৃত্যুর উপত্যকা থেকে
ছিনিয়ে এনেছি জীবন
কেউ দেখে ফেলবে বলে-
কালের ভাঁজে ভাঁজে
লুকিয়ে রেখেছি বুকের রক্তক্ষরণ!
তোমার হাত যেদিন আমাকে ছুঁয়-
কী সাংঘাতিক!
এতোটা তাপদাহ কী করে সামাল দিলে?
চারদিকে উত্তপ্ত বাতাস!
বেমালুম ভুলে গেলে-
ভূমিকম্পের ভয়াবহতা!
উত্তাল সাগর
হাড় কাঁপানো ঢেউয়ের তাণ্ডব!
ধেয়ে আসা সাইক্লোন
কোনো কিছুতেই বাঁধ মানলো না
তোমার ভেতরের প্লাবন
আমাকে সেইদিন আঘাত করেছিল-
যখন মুখোমুখি স্থির!
মান্নান ফরিদী
৪ এপ্রিল ২০২৫ মধ্যরাত
পুষ্পকুঞ্জ, ময়মনসিংহ