সাঈদীকে হাসপাতালে নিয়ে হ’ত্যা করা হয়েছে,অভিযোগ মেজ ছেলে শামীম বিন সাঈদী


মিরসরাই প্রতিনিধি :-দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে ‘হ’ত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে শামীম বিন সাঈদী। বুধবার রাতে মিরসরাইয়ে এক ওয়াজ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী বলেন, জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে না কি স্ট্রেচারে শুয়ে থাকে?
তিনি আরও বলেন, ১৩ বছর নয়, ২৬ বছর নয়, ৩০ বছর বন্দি করে রাখলেও আল্লামা সাঈদীর মাথা নত হওয়া জানে না। তার চলে যাওয়া অস্বাভাবিক ছিল। কারণ তাকে হাসপাতালে নিয়ে হ’ত্যা করা হয়েছে। আমরা এই হ’ত্যা’র বিচার চাই।
শামীম বিন সাঈদী বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট বন্ধ করে পাখির মতো গু’লি করে হ’ত্যা করা হয়েছে। আলেমদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাল্লাহ।