ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আজ সোমবার ২১ শে ফেব্রুয়ারি সকালে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ কবির হোসেন এর নির্দেশে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা, নেতৃবৃন্দ ১৯৫২ ইং সালের অমর একুশে ফেব্রুযারি শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মোল্লা, সাগঠনিক সম্পাদক গাজী দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক অধ্যাপক ডঃ অসীম কুমার, আজীবন সদস্য আইয়ু হোসেন ও ধীরেন্দ্রনাথ বাড়ৈ এছাড়া আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
১৯৫২ সালের এদিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেই থেকে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।