রংপুরে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল বিক্রেতাদের ধর্মঘট

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩ | আপডেট: ১০:৪৮ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার: জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে রংপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছে বাংলাদেশ ট্যাংকলরী মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রলপাম্প মালিক অ্যাসোসিয়েশন।

 

আজ (৩ সেপ্টেম্বর) রবিবার সকাল থেকে রংপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে পেট্রলপাম্পে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে সংগঠনগুলো। মালিক সমিতির এই ধর্মঘটকে স্বাগত জানিয়েছে শ্রমিক ইউনিয়ন গুলোও।

 

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউল মিয়া লাল্লু জানান, দীর্ঘ দিন ধরে মালিক পক্ষ যে দাবি করে আসছে তা যৌক্তিক। মালিকরা যদি টিকে থাকতে না পারে তাহলে আমাদের আয়ের পথও হুমকির মুখে পড়বে। তাই মালিক পক্ষের এই ধর্মঘট আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করছি।

 

পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের নেতারা জানান, যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে সে তুলনায় তেল বিক্রির কমিশন না বাড়ায় বিপাকে পড়েছেন তারা।

 

তদের দাবি, জ্বালানি তেলের বিক্রয় কমিশন বাড়িয়ে শতকরা সাড়ে চার ভাগ থেকে সাড়ে সাত ভাগ করতে হবে। পেট্রোল পাম্প ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে ও ট্যাঙ্ক লরির ইকনোমিক লাইফ ২৫ বছরের ঊর্ধ্বে নির্ধারণ করে গেজেট প্রকাশ করতে হবে।

 

রংপুর পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিজুল ইসলাম জানান, গত বছর জ্বালানি তেলের দাম বাড়ার পর প্রতি গাড়ি তেল উত্তোলন করতে আগের থেকে দ্বিগুণ পরিমাণে টাকা লগ্নি করতে হচ্ছে। তবে সে তুলনায় বাড়েনি তেল বিক্রির কমিশনের টাকা। সরকার দ্রুত দাবি না মানলে অনির্দিষ্ট কালের এই ধর্মঘট চলমান রাখার হুশিয়ারিও দিয়েছেন এই নেতা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *