তীব্র রোদে দরিদ্রদের মাঝে ছাতা গামছা ও পানি বিতরন করছেন সাহেল আহম্মেদ সোহেল

প্রকাশিত: 4:20 pm, May 3, 2024 | আপডেট: 4:20 pm,

তীব্র রোদে দরিদ্রদের মাঝে ছাতা গামছা ও পানি বিতরন করছেন সাহেল আহম্মেদ সোহেল

নিজস্ব প্রতিবেদক:

তীব্র তাপদাহে মানুষের হাসপাস অবস্থা। জনজীবন বিপর্যস্ত। কড়া দৌড়ে শরীরের চামড়া পুরে যাওয়ার উপক্রম। জীবনের তাগিদে রিজিকের তালাশে ঘর থেকে বের হওয়া খেটে খাওয়া মানুষগুলোর ঘাম মুছে একটু ছায়ার ব‍্যবস্থা করে দিতে সমাজের কিছু মানুষ এগিয়ে আসে।
ঢাকা ৪ সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সাহেল আহম্মেদ সোহেল আদ্ব-দীন হাসপাতালের ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে জুরাইনে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স‍্যালাইন, ছাতা ও গামছা বিতরন করেন।
সংসদ সদস‍্য পদপ্রার্থীর এই মহানুভবতা দেখে স্থানীয় লোকজন সাহেল আহম্মেদ সোহেলকে ধন‍্যবাদ ও স্বাদুবাদ জানায়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *