অপারেশন ডেভিল হান্ট উখিয়ায় ৬ দিনে আটক ৬ জন

প্রকাশিত: 1:50 am, February 16, 2025 | আপডেট: 1:50 am,

অপারেশন ডেভিল হান্ট উখিয়ায় ৬ দিনে আটক ৬ জন

নিজস্ব প্রতিবেদক উখিয়া :- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬দিনে ৬ ডেভিল’কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ৷

 

গত ১০ ফেব্রুয়ারী থেকে শুক্রবার পর্যন্ত উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়৷

 

গ্রেফতারকৃত ৬ জন হলেন, উপজেলার পালংখালী ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন(৩০) ও রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন(৩৮) এবং রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম(২৫)। জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল কাশেমের পুত্র হেলাল উদ্দিন (৪৫)। পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নাসির উদ্দিনের পুত্র তারেকুল ইসলাম প্রকাশ তারেক (২৬) ও হলদিয়াপালং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার শফিকুর রহমানের পুত্র মাহবুব আলম (৪১)। তাঁরা সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মৎস্যজীবী লীগের সাথে জড়িত আছেন৷

 

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান,সারাদেশের ন্যাম উখিয়া উপজেলায় ছয় দিনে ৬ ডেভিল গ্রেফতার করা হয়েছে৷ ডেভিলদের তাদের বিরুদ্ধে এক থেকে একাধিক ওয়ারেন্ট মামলা ওয়ারেন্ট আছে৷

 

সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে উখিয়া থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। আমরা কোনো ডেভিল’কে ছাড় দেওয়া হবে না বলে জানান ওসি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *