আগামী ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে – মুন্সীগঞ্জে নির্বাচন কমিশনার আনোয়ারুল


মোঃ জসিম শেখঃ, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচনের বিষয়ে প্রস্তুতি চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইতিমধ্যে ভোটারদের ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করেছি এবং রেজিস্ট্রেশন কাজ চলছে।ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে কিছু সংস্কার করে হবে। আর যদি বড় ধরনের সংস্কার করতে হয় তাহলে সেটি আগামী বৎসর জুনের মধ্যে হবে। আমরা আগামী ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচন বলতে সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এই সবগুলো নির্বাচন শুরু করলে এগুলো শেষ করতে প্রায় এক বছর সময় লাগবে। তাহলে আমাদের সময়ের যে ঘোষণা সেই সময়ের মধ্যে থাকা সম্ভব হবেনা।
তিনি আরও বলেন, আমরা আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক চেইন অব কমান্ড এটি অন্যন্য সময়ের তুলনায় আরো অনেক উন্নতি হবে এবং নির্বাচন করার মত পরিবেশ আমরা ডিসেম্বরের মধ্যেই পাবো।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মদ জোবাইদা খাতুন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ ছয় উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।