আজকের পর থেকে আমাকে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না- তারেক রহমান

প্রকাশিত: 4:02 pm, November 20, 2024 | আপডেট: 4:02 pm,

আজকের পর থেকে আমাকে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না- তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের পর থেকে আমাকে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না। তিনি বলেন, একজন সহকর্মী হিসেবে ও আপনাদের নেতা হিসেবে আমার অনুরোধ রইল- দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক শব্দ ব্যবহার করবেন না। গতকাল রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায়’ ভিডিও কনফারেন্সে তারেক রহমান এ কথা বলেন। বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে কর্মশালার ঢাকা বিভাগ অংশের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালাটি পর্যায়ক্রমে দেশের সব বিভাগে আয়োজন করা হবে। প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় সেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *