আমেরিকা প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর তার বৃদ্ধ বাবা মাকে হুমকি, থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: 8:00 am, February 6, 2025 | আপডেট: 8:00 am,

আমেরিকা প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর তার বৃদ্ধ বাবা মাকে হুমকি, থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকার গেন্ডারিয়ার ৬৩/১ দ্বীননাথ সেন রোডের আমেরিকা প্রবাসী শাহ মোঃ মাসুম বিল্লাহ’র বাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার পর মাসুম বিল্লাহর খালাতো ভাই মোঃ বুলবুল গেন্ডারিয়া থানায় হাজির হয়ে ঘটনার বিস্তারিত বনর্না করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বেশ কয়েক দিন ধরে অজ্ঞাতনামা কয়েকজন ব‍্যক্তি মাসুম বিল্লাহকে খুজতে তাদের বাসায় আসে, তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মা’কে অকথ‍্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যায়। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয় টায় অজ্ঞাতনামা ৮/১০ জন ব‍্যক্তি মাসুমকে খুজতে ৬৩/১ দ্বীননাথ সেনের বাসায় আসে এবং মাসুম দেশে না আমেরিকায় থাকে শুনে তারা ক্ষেপে গিয়ে আবারো অকথ‍্য ভাষায় গালাগাল দিতে দিতে বাড়ির নিচ তলায় থাকা ১ টি প‍্যানসনিক পুরান মডেলের টিভি ও ২ টি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে।

অভিযোগের ব‍্যপারে গেন্ডারিয়া থানার দায়িত্বরত অফিসার বলেন, আমরা আমেরিকা প্রবাসী মাসুম বিল্লাহ’র বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনার অভিযোগ পেয়েছে। আমরা কাজ শুরু করেছি, আশা করি দ্রুততম সময়ের মধ‍্যেই আমরা দূর্বৃত্তদের সনাক্ত করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হবো।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *