ইয়াবা নিয়ে গ্রেফতার হলেন সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিব


নুরুল বশর উখিয়া কক্সবাজার : দেশের একমাত্র আলোচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান কে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা নিয়ে আটক করেছেন কোস্ট গার্ড।
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ শনিবার গোয়েন্দা সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্ট মার্টিন দ্বীপের ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা,সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তাঁর নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ মধ্যরাত ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত মাদক কারবারি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড তাকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত বাড়িটি তল্লাশী চালিয়ে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২,হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন,আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী কার্য ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।