উত্তরায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে নারী গ্রেফতার

প্রকাশিত: 2:25 am, December 21, 2024 | আপডেট: 2:25 am,

উত্তরায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে নারী গ্রেফতার

সারাফাত হোসেন ফাহাদ: রাজধানীর উত্তরায় প্রতিনিয়ত গড়ে উঠছে অবৈধ আবাসিক হোটেল। এসব ঘিরে ক্রমেই বাড়ছে অপরাধের সংখ্যা। এলাকায় সাধারন মানুষ বসবাস করা খুবই কঠিন হয়ে দাড়িয়ে । কারন অসাধু ব্যবসায়ীদের দালাল চক্ররা রাজধানীর প্রায় সড়কে বা রাস্তা ঘাটে খদ্দের যোগানের আশায় পরে থাকতো। এতে বিব্রত বোধ করে স্কুল-কলেজ কিংবা ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। এমনকি ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা লজ্জায় চলাফেরা করতে দ্বিধাদ্বন্দ্বের মূখে পরে।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় হোটেল নাইচ লুকে অভিযান চালায় পুলিশ। হোটেলটিতে বিভিন্ন অপকর্ম চলাকালীন সময়ে নারী সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তবে হোটেল মালিক সাজ্জাদ ও লিটনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ভূইয়া বলেন, আমরা অভিযোগের ভিক্তিতে উক্ত হোটেলটিতে অভিযান চালাই এবং নারী সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করি। এসব অবৈধ হোটেলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। তবে এসব ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *