কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া

প্রকাশিত: 12:58 am, March 13, 2025 | আপডেট: 12:58 am,

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া

প্রতিনিধি(কলাপাড়া)পটুয়াখালী:পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া (৩০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী।

 

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুন্নাহার কেয়ার স্বামী শিমুল মৃধা ও তার ছোট স্ত্রী আয়শা বেগম মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নয়া মিয়া হাওলাদারের মেয়ে নুরুন্নাহার কেয়ার সঙ্গে মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত কালাম হাওলাদারের ছেলে শিমুল মৃধার ১৩ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে শিমুল মৃধা দ্বিতীয় বিয়ে করেন এবং সেই থেকে প্রথম স্ত্রী নুরুন্নাহারের ওপর নির্যাতন শুরু হয়।

 

সোমবারের ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুন্নাহার কেয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

 

এই বিষয়ে অভিযুক্ত শিমুল মৃধা বলেন, আমি বড় বউকে মারিনি। বড় বউয়ের ভাই, মা, বাবা, ফুফু আমার বাড়িতে এসে ছোট বউ এর উপর হামলা করে। হামলা করার সময় তাদের নিজেদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কানের রিন এর সাথে কাপুর বেজে কান ছিঁড়ে যায়।

 

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *