কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশিত: 12:56 am, March 7, 2025 | আপডেট: 12:56 am,

কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

 

সোমবার দুপুর ১২ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে ২৫ জন জেলেদের মাঝে এ বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা এর সার্বিক তত্ত্বাবধানে হতদরিদ্র ইলিশ জেলেদের মাঝে বকনা গরু বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় উপ-সহকারী কর্মকর্তা আহসান বাপ্পি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ও অর্থ সম্পাদক ইমরান ফরাজী।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ১২টি ইউনিয়নে যাচাই বাছাই সম্পন্ন করে এসব জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *