কাজাখস্তানে আজারবাইজানের প্লেন দুর্ঘটনায় নিহত ৩৮ : ব্ল্যাক বক্স উদ্ধার

প্রকাশিত: 12:55 am, December 28, 2024 | আপডেট: 12:55 am,

কাজাখস্তানে আজারবাইজানের প্লেন দুর্ঘটনায় নিহত ৩৮ : ব্ল্যাক বক্স উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ

বুধবার বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় যাচ্ছিল বিমানটি। তাতে বিমানকর্মীসহ মোট ৬৭ জন যাত্রী ছিলেন। আকতু বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। পাখির ধাক্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, নাকি কোনো হামলা, এই নানাবিধ তত্ত্ব নিয়ে হইচইয়ের মধ্যেই দুর্ঘটনার শিকার আজারবাইজান এয়ারলাইন্সের প্লেনটির দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে শুক্রবার। বিমান ভেঙে পড়ার আগে আকতু বিমানবন্দরের সঙ্গে পাইলটের শেষ কী কথোপকথন হয়েছিল, তা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের গায়ে যে গর্ত এবং বিমানটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ধরন দেখে মনে করা হচ্ছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল সেটি। তাদের দাবি, ৯০-৯৯ শতাংশ সম্ভাব্য কারণ এটিই। আজারবাইজান প্রশাসনও বিমানে হামলার তত্ত্বের উপর জোর দিয়েছে। সেই সঙ্গে এই হামলার দায় রাশিয়াকে স্বীকার করে নিয়ে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *