কেরানীগঞ্জে অপহৃত সিএনজি চালক উদ্ধার অপহরণকারী গ্রেফতার 

প্রকাশিত: 2:08 am, December 22, 2024 | আপডেট: 2:08 am,

কেরানীগঞ্জে অপহৃত সিএনজি চালক উদ্ধার অপহরণকারী গ্রেফতার 

সারাফাত হোসেন ফাহাদ : ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সিএনজি চালক মো: মোস্তফা (২৪) কে আব্দুলাহপুর এলাকা থেকে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূল হোতা মুন্সীগঞ্জ জেলার টঙ্গী থানার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা মৃত খোকন আলীর ছেলে মামুন (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

অপহৃত মোঃ মোস্তফা (২৪) দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খাসকান্দির মোজাম্মেল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সিএনজি নিয়ে কেরানীগঞ্জের কদমতলীর ইবনেসিনা হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল সে। এ সময় মামুন সহ তার সহযোগীরা কোনাখোলা যাওয়ার জন্য মোস্তফার সিএনজিতে উঠে। কিছুদুর যাওয়ার পর ফাঁকা জায়গাতে গিয়ে মামুনসহ তার সহযোগীরা মোন্তফাকে ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার ভয়ভীতি দেখায়। এ সময় তারা মোস্তফার বাড়িতে মোবাইল ফোনে কল দিয়ে তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা দাবী করে। মুক্তিপনের টাকা না দিলে তারা মোস্তফাকে হত্যা করবে বলে হুমকি দেয় এবং মোন্তফা কে মারধরের ঘটনা ভিডিও কলে দেখায়।

 

মোস্তফার বাবা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় তার ছেলে কে অপহরণের দায়ে একটি অভিযোগ দায়ের করে।

 

এই অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মোস্তফা কে দ্রুত উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি করে এবং এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর ) সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাস ষ্ট্যান্ড এলাকা হতে মোস্তফা কে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের মূল হোতা মামুনকেও গ্রেফতার করে তারা।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *