গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

প্রকাশিত: 6:44 pm, February 1, 2025 | আপডেট: 6:44 pm,

গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ০৮ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা পুলিশ।

 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে মোল্লার চায়ের দোকানে সামনের সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানার একটি দল।

 

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মারুফ (২২) ও মোঃরাকিব(২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ০৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *