জনগণ ৫ আগস্ট কেবল ভোটাধিকার আদায়ের জন্য রাস্তায় নামেনি-সমন্বয়ক আবদুল কাদের


নিউজ ডেস্কঃ
‘জনগণ ৫ আগস্ট কেবল ভোটাধিকার আদায়ের জন্য রাস্তায় নামেনি। যদি তাই হতো, তারা ৭ জানুয়ারিতেই রাস্তায় নামত।’ ‘ভোটাধিকার আদায়ের জন্য ৫ আগস্টের মতো আবার রাস্তায় নামতে হবে’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।আবদুল কাদের আরও বলেন, ‘বিগত একযুগের বেশি সময় ধরে জনতা আস্থাহীনতায় ভুগেছিল, নেতৃত্ব খুঁজেছিল। স্বৈরাচারের কবল থেকে বাঁচাতে পারবে, জনতার দাবি-দাওয়া নিয়ে রাজপথে সরব থাকবে- এমন কোনো আস্থাভাজন নেতৃত্বই খুঁজছিল। যা তাদের সামনে হাজির হয়নি। ২৪-এর জুলাইয়ে ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে থেকে জনমনে সেই আস্থা তৈরি করতে পেরেছে। সেজন্য এই তারুণ্যের ওপরে জনতার প্রত্যাশা এক্ষেত্রে অনেক বেশি। বিগত ৫০ বছরে জনগণ যেটা পায় নাই, তারুণ্যের নেতৃত্বে তারা এখন সেগুলা পূরণ করতে চায়।’