জুলাই গণঅভ্যূত্থানের ঘোষণাপত্র পাঠ বন্ধ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে- আবদুল হান্নান


নিউজ ডেস্কঃ
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দেশি–বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি সামনে রেখে গভীর রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এ কথা বলেছেন মাসউদ। তিনি বলেন, ‘রক্তের বিনিময়ে-আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান। আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়। আমরা বলেছি যেন প্রত্যেকে এটা গ্রহণ করে কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘আমরা পূর্ববর্তী যে কর্মসূচি দিয়েছি, আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আগামীকাল (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের মা ও বোনেরা যেভাবে ৫ আগস্ট রাজপথে নেমে এসেছিল, সেভাবে প্রোক্লেমেশনের পক্ষে রাজপথে নেমে আসবে।’