টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের উদ্যােগে লেপ বিতরণ


মোঃ জসিম শেখঃ
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ১২০টি অসচ্ছল পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১১টা সময় সংগঠনটির নিজ কার্যালয় এই বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহিন শেখ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জয়নুল আলম তালুকদার,টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর দাতা সদস্য আক্তার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর দাতা সদস্য আলমগীর হোসেন,সাংবাদিক অনিক শেখ সহ টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য জুবায়েদ খান অর্পি। প্রধান অতিথির বক্তব্যে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন -টঙ্গীবাড়ী প্রতিটি ক্লিনিকের ক্রস ম্যাচের বাড়তি খরচ কমিয়ে আনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন -টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সকল সামাজিক কাজের সর্বাত্মক পাশে আছি।টঙ্গীবাড়ী কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার তার বক্তব্যে বলেন রক্ত দেওয়া এবং নেয়ার সময় রক্তদাতা এবং ক্লিনিক কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে ।