ট্রাফিক সার্জেন্ট আল-মামুনকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

প্রকাশিত: 5:35 pm, February 20, 2025 | আপডেট: 5:35 pm,

ট্রাফিক সার্জেন্ট আল-মামুনকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

ইদ্রিসুর রহমান হৃদয়: দায়িত্ব পালনের সময় সাহসিকতার সাথে দৌড়ে ছিনতাইকারী আটকের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আল-মামুনকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

 

বুধবার সকালে ডিএমপির সদর দফতরে সার্জেন্ট আল-মামুনকে পুরস্কারের অর্থ প্রদান করেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, ‘নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট আল-মামুনের অপরাধ দমনের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। এ কাজ অন্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠবে।’

 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর দয়াগঞ্জ মোড়ে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে দৌড়ে হাতেনাতে আটক করেন ট্রাফিক সার্জেন্ট আল মামুন। তখন তিনি আটককৃত কালামকে (৪২) থানায় হস্তান্তরসহ উদ্ধারকৃত মোবাইল মালিককে বুঝিয়ে দিয়েছেন। মোবাইল ফোন ফিরে পেয়ে খন্দকার আশরাফুল ট্রাফিক সার্জেন্ট মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *