ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. ইউনুসসহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি

প্রকাশিত: 7:41 pm, February 4, 2025 | আপডেট: 7:41 pm,

ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. ইউনুসসহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি

নিউজ ডেস্কঃ

বিশ্ব রাজনীতিতে চর্চার বিষয় এখন মার্কিন নিষেধাজ্ঞা, নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের স্যাংশন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতার সূত্র ধরে বাংলাদেশ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানসহ উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা এসেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে, এমনই তথ্য দিচ্ছে ভিডিওটি। কিন্তু যাচাই করে দেখা গেছে, উক্ত টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা হয়নি। এটি তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। ডক্টর মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টা কে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনও কথা বলা হয়নি সেখানে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয়। কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনও পোস্ট বা তথ্য মেলেনি। তা ছাড়া জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. ইউনুসসহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *