তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে সেটা পরে দেখা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্কঃ
সরকারি কর্মচারীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে সেটা পরে দেখা যাবে। আপনারা কঠোর হোন, এখনই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সুযোগ। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেবেন না। মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি কর্মচারীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতি করেন আপত্তি নেই, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে বা ভঙ্গ করলে কোনো অবস্থায়ই কাউকে ছাড় দেয়া হবে না।’ শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সে যেই হোক, যদি আমার ভাইও হয় তাকেও ছাড় নেই; আগে ১৪ শিকের ভেতর ঢোকান।’
তিনি আরো বলেন, ‘যারা এমপি হোক বা যে যা-ই হোক, সেই সময় হবেন। এখন আইনশৃঙ্খলার ব্যাপারে তাদের কোনো হাত নেই।’ রাজনীতিবিদদের দেশের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি।