ত্বকী চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শুক্রবার


হাতিম বাদশাহ: দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ আগামী শুক্রবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনু মুহাম্মদ। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এর আয়োজক।
প্রতি বছর মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে এর আয়োজন করে আসছে সংগঠনটি।
এদিকে ৮ জানুয়ারী ত্বকীসহ সকল হত্যাকান্ডের বিচার দাবিতে সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকপ্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দীর্ঘ সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার প্রক্রিয়া স্থগিত রেখেছিল। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। পাশাপাশি ঘাতক ওসমান পরিবারের পালিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন রয়ে গেছে।