দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে সাপ্তাহিক মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কমনা করে দোয়া করা হয়


নিজস্ব প্রতিবেদকঃ
দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফে সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠীত হয়েছে। প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজও নারায়ণগঞ্জ সদরে দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফে বাদ মাগরিব থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলোয়াত, কোরআন ও হাদীস থেকে ঈমান আমল ও প্রেমের উপর বয়ান করেন দেশ বরেন্য সূন্নী আলেম ওলামাগন। জামায়াতে এশার নামাজ আদায়ের পর সাপ্তাহিক অজিফা, যিকির, মিলাদ ও কেয়াম শেষে মহাণ আল্লাহর দরবাররে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়ায় দরুল ইশক হোসাইনীয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ হোসাইনী সাহেবের পিতাসহ উপস্থিত অনুপস্থিত সকলের মধ্যে যাদের পিতা, মাতা কবরবাসী তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয় করা হয়। মীম শরৎ গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর শারীরিক সুস্থতা ও ব্যবসা প্রতিষ্ঠানের আয় উন্নতি কমনা করা হয়। দারুল ইশক হোসাইনীয়া খানকা শরীফের পরিচালক, ভক্ত ও আশেকানদের জন্য মহান আল্লাহর দরবারে ঈমাম হোসাইন পাকের নামের ওসিলায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, আব্দুল মতিন চাঁদপুরী।