দূর্বৃত্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচীতে যাবে গণমাধ্যম কর্মীরা

প্রকাশিত: 3:40 am, February 8, 2025 | আপডেট: 3:40 am,

দূর্বৃত্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচীতে যাবে গণমাধ্যম কর্মীরা

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। কুয়াকাটা বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনেতে হবে। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টার দিকে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্দ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে শতাধিত সাংবাদিকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী তিব্র নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকারি উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন প্রতিনিধি মো. সোহাগ রহমান, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি মো. হাফিজউল্লাহ, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরমের সাধারণ সম্পাদক ও বিজয় টেলিভিশন গলাচিপা-পটুয়াখালী প্রতিনিধি মো. আহসান উদ্দিন জিকো সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *