নোয়াখালীর সেনবাগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত


মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
সেনবাগে পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারী ) নোয়াখালীর সেনবাগে পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের লক্ষে পৌর ভবনের সভা কক্ষে বেলা সাড়ে ১১টায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সেনবাগ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, পৌর সচিব মো: আলা উদ্দিন।
কর্মশালার প্রতিপাদ্য বিষয়, তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মনোভাব ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খুরশীদ আহম্মদ বাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।