ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে নাঃগঞ্জের পাঁচজন নিহত


হাতিম বাদশাহ : ফরিদপুরে মাইক্রোবাসের সঙ্গে ট্রেণের সংঘর্ষে নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের। নিহতরা নগরীর ভুইয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে একজন পুরুষ। অন্য সবাই নারী।
নিহত মামুন চৌধুরী লিটন নগরীর পরিচিত ব্যবসায়ী ময়দা মিলের মালিক মফিজ উদ্দিনের পুত্র। অন্যরা হলেন-উম্মে মাহমুদা রিংকু, আতিফা রহমান ভুইয়া, সাজিয়া আফরিন সাজু ও ফাহমিদা শারমীন মুন।
নিহতরা ভুইয়াপাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবার কালু ভুইয়ার নাতি-নাতনি।
মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেল এলাকায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ওই পাঁচ জন মারা যায়।
এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাকি দুই জন প্রাণ হারান। ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৮ জন ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করেন। ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে গিয়েছিল। সেটি উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কিংবা এর নিচে চাপা পড়া অবস্থায় কোনও লাশ পাওয়া যায়নি।