ফেসবুক ফেক আইডি থেকে ব্যবসায়ী আবুল কালামকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

মোছাঃ নিছপা আক্তার : বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের ব্যবসায়ী আবুল কালাম উরপে আব্দুল হাইকে নিয়ে vorer alo (ভোরের আলো) নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়।
গত (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার ব্যবসায়ী আবুল কালামের ছবি দিয়ে ১৭ জন লোককে ট্যাগ করে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা লেখা হয়। এব্যপারে ব্যবসায়ী আবুল কালাম বলেন আমার সুনাম নষ্ট করার জন্য পরিচয়হীন পেক আইডি ব্যবহার করে আমার উপর অপবাদ দিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে পোস্ট করা হয়েছে। তবে এই ফেক আইডির চালক সম্পর্কে আমি অবগত আছি। ব্যাক্তিগত বিরোধের জের ধরে মূলত এই পোস্টটি করা হয়েছে। এব্যপারে আইনি সহায়তা চান ব্যবসায়ী আবুল কালাম