বন্দরে মহানবীকে কটুক্তি করার অপরাধে অমিত সাহাধর নামের এক লম্পটকে অবরুদ্ধ করা হয়


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ (দঃ) কে নিয়ে কটুক্তি করার অপরাধে অমিত সাহাধর নামের এক শ্রমিককে অবরুদ্ধ করে রাখে একই প্রতিষ্ঠানে চাকুরিরত অন্যান্য শ্রমিকরা। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এ ঘটনাটি ঘটে। পরে বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে বন্দর থানা ওসি তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন। অবরুদ্ধকারি নাম পাওয়া গেলেও তার পিতা ও তার ঠিকানা জানা যায়নি। অবরুদ্ধ অমিত দাসের ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ডকইয়ার্ড শ্রমিক অমিত দাস সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য করে কটুক্তি করে। পরবর্তীতে স্থানীয় জনতা তাকে পুলিশে সোপর্দ করে।