বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

প্রকাশিত: 12:58 am, January 14, 2025 | আপডেট: 12:58 am,

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

কাজি সোহান : কেন্দ্রের নির্দেশনা অমান্য করে নেতাকর্মীদের নিয়ে শোডাউন দেয়ায় শোকজ করা হয়েছে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশ আজ মহানগর বিএনপির দুই নেতার কাছে পৌঁছেছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে তাদের জবাব দিতে বলা হয়েছে।

 

নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। তারা বলেছেন, নোটিশ পেয়েছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা নাকি বরিশাল বিমানবন্দর থেকে শোডাউন করে সদর রোড দলীয় কার্যালয়ে গিয়েছি।

 

তারা বলেন, আমরা কোনো শোডাউন করিনি। আমাদের আশার খবরে নেতাকর্মীরা সেখানে ভিড় করেছিল। তারপরও কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে যথাসময়ে শোকজের জবাব দেব।

 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর গড়িয়ারপর থেকে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে দুই নেতাকে বহনকারী সাদা এবং কালো রঙের দুটি মাইক্রোবাসের পেছনে ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসংখ্য মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন। এর ফলে নগরীর ব্যস্ততম নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, সিএন্ডবি রোড, চৌমাথা, বটতলা এবং সদর রোড পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *