বাহুবলে শিক্ষক মিনারা আক্তারের খুনিদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: 11:51 pm, February 25, 2025 | আপডেট: 11:51 pm,

বাহুবলে শিক্ষক মিনারা আক্তারের খুনিদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোছাঃ নিছপা আক্তার :হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিনারা আক্তারকে শ্বাসরোধ করে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে।

 

এ দিকে ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করে, পরে ইউএনও’ র কাছে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

 

নিহত শিক্ষক উপজেলা মহিলা জামিয়াতের সভাপতি ছিলেন। তিনি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী, শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি আব্দুল আহাদের স্ত্রী। পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা। তারা স্বামী স্ত্রী উভয়ই জামায়াতের রুকন ছিলেন।

 

মানববন্ধনে আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মিরপুর দাখিল মাদ্রাসা,ভূলকোট আদর্শ বিদ্যা নিকেতন, সানশাইন মডেল হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজ,মিরপুর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সানরাইজ হাই স্কুল, মিরপুর ইসলামি একাডেমি, করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেে এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

 

মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ সুলতানের পরিচালনায় বক্তব্য রাখেন বাহুবল-নবীগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি শাহজাহান আলী, আমেরিকাস্থ বাহুবল সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল, আলিফ সোহান চৌধুরী সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছাদিকুর রহমান, প্রভাষক আইয়ূব আলী, দক্ষিণ যুবদলের যুগ্ন আহব্বায়ক আব্দুল আহাদ কাজল, ভুলকোট আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক মিজানুর রহমান, মিরপুর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান মাসুম, মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান অনু, মিরপুর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাফিজুর রহমান মাসুক, ছাত্রদল নেতা হেলাল মিয়া, দিলার এলাহী সাজু, জুয়েল মিয়া, নিহতের স্বামী আব্দুল আহাদসহ অনেকেই।

 

বক্তারা সবাই একই সুরে বলেন, জুলাইয়ের দাগ এখনো শুকায়নি, আমাদের শিক্ষক কবরে রেখে খুনিরা বাইরে থাকতে পারে না, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার না করলে আবারো মহাসড়ক অবরোধ করে ডিসি অফিস থানা ঘেরাও কর্মসূচী হাতে নিব।

 

উল্লেখ্য, গত শুক্রবার (২১ ফেব্রুৃযারী) সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে পরে পেঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। নিহতের স্বামী ঘটনার দিন সন্ধ্যা ৭টায় বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী খাটের উপর পড়ে রয়েছে, তার ৭ মাসের শিশু সন্তান খাটের নিছে পড়ে আছে। বড় মেয়ে সুমাইয়া বাড়িতে ছিল না।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *