ব্যক্তি পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধিক জনগোষ্ঠীকে উপকার ভোগী করার লক্ষে কাজ করছে ইউজিডিপি প্রকল্প


মোঃ রাসেল কবিরঃ
উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউজিডিপি) প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধিনে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)র অর্থায়নে পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প। দেশের উপজেলা প্রশাসনের পরিচালন ব্যবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ ও শিক্ষা, স্বাস্থ্য, কৃষিকে অগ্রাধিকার দিয়ে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে কাজ করছে ইউজিডিপি প্রকল্পটি।
এই প্রকল্পের লক্ষনীয় বিষয় হলো, ব্যক্তি পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধিক জনগোষ্ঠীকে উপকার ভোগী করার লক্ষে কাজ করছে। যেমন, একটি টিউবয়েল স্থাপন করা হবে, এটা কারো বাড়িতে নয় বরং এটি স্থাপন করা হবে এমন একটি স্থানে যেখান থেকে ঐ এলাকার সকলেই পানি নিতে পারে অর্থাৎ সুবিধাভোগীর সংখ্যা যেনো হয় অনেক।
দেশের প্রায় ৪৭৯ টি উপজেলায় কাজ করছে ইউজিডিপি প্রকল্পটি। সরজমিনে দেশের বিভিন্ন উপজেলায় ঘুরে প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষন ও উন্নয়ন বিষয়ে খোঁজ নিয়েছে গ্লোবাল নিউজ অনলাইন পোর্টালের সাংবাদিকগণ।
চট্টগ্রামের কর্ণফুলী প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জাইকার অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স কিনে দেওয়া হয়েছে। আব্দুল আলীম নামের একজন স্থানীয় ব্যবসায়ী হঠাৎ স্ট্রোক করলে তাকে ঐ অ্যাম্বুলেন্সে করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সে উন্নত চিকিৎসা পেয়ে জীবন ফিরে পায়। আব্দুল আলীম বলেন, এই উপজেলার ৫ টি ইউনিয়নের মানুষের জন্য একটি মাত্র অ্যাম্বুলেন্স। জাইকার দেওয়া এই অ্যাম্বুলেন্সে চড়ে আমি অতি দ্রুত মেডিকেলে যেতে পেরেছি এবং আমার জীবন রক্ষা পেয়েছে এ জন্য জাইকার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মত এমন অনেক সিরিয়াস রোগীদের জন্য এই অ্যাম্বুলেন্সটি অনেক উপকার বয়ে আনবে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের ছাত্রীদের জন্য উপজেলা পরিষদের উদ্দ্যোগে হাইজিন কর্ণার স্থাপন করা হয়েছে, গ্লোবাল নিউজের উপজেলা প্রতিনিধির সাথে আলাপ কালে ৭ম শ্রেনীর ছাত্রীর এক অভিভাবক বলেন, ঘরের বাইরে মেয়েদের জন্য ব্যক্তিগত হাইজিন ব্যবস্থাপনার সুযোগ না থাকায় মাসে কমপক্ষে ৩-৪ দিন আমার মেয়েকে স্কুলের ক্লাসে অনুপস্থিত থাকতে হতো। এখন জাইকার ইউজিডিপি প্রকল্পের উদ্যোগে স্কুলে হাইজিন কর্ণার নির্মান করা হয়েছে, মেয়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্যানেটারি ন্যাপকিন রাখা হয়েছে। এখন আর আমাদের মেয়েদের স্কুল ও কলেজে অনুপস্থিত থাকতে হবে না, বিব্রতকর পরিস্থিতিতেও পরতে হবে না। ঐ অভিভাবক এমন মহতি উদ্যোগের জন্য উপজেলা পরিষদ ও ইউজিডিপির কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গ্লোবাল নিউজের ত্রিশাল প্রতিনিধি বাদশাহ দেওয়ান জানান, ময়মনসিংহের ত্রিশালে জাইকার অর্থায়নে সমপরিমাণ জায়গায় দ্বিগুণ মাছ উৎপাদনের লক্ষ্যে পরীক্ষামূলক আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ শুরু করেছে। বাংলাদেশে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে ত্রিশাল উপজেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থানীয় মৎস্য চাষীদের সাথে আলাপকালে জানা যায়, তারা উপজেলায় গিয়ে জানতে চাচ্ছে, কিভাবে তারা সমপরিমাণ জায়গায় দ্বিগুণ মাছ উৎপাদন করতে পারবে, কিভাবে তারা প্রশিক্ষণ নিতে পারবে, এই প্রকল্পের পরীক্ষামূলক আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ পদ্ধতি ত্রিশালের মৎস্য চাষিদের মনে আশার আলো দেখাচ্ছে। তারা এই প্রকল্পের সাফল্য কামনা করছে।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে। যা এই উপজেলার মানুষদের চিকিৎসা সেবার জন্য অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। হাতে গামছা দিয়ে বাধা হাতেম আলী নামে এক ব্যাক্তির সাথে আলাপ করে জানা যায়, গাছ থেকে পরে সে হাতে এবং কোমরে প্রচন্ড আঘাত পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে হাতের এক্স রে করাতে। হাতেম আলী বলেন, এখানে এক্সরে মেশিন থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে, না হলে আমাকে এখন সদরে যেতে হতো। তাছাড়া সদরের ডায়াগনিষ্টিক সেন্টারের থেকে এখানে নাম মাত্র খরচে এক্স-রে টি করানো যাচ্ছে, তাতে আমার সময় ও টাকা দুটোই সাশ্রয় হচ্ছে।