ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ : মঈন খান

প্রকাশিত: 5:08 pm, November 14, 2024 | আপডেট: 5:08 pm,

ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৫ আগস্ট ছিল জনগণের বিপ্লব। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। সুতরাং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ।বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর রাজারবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ডেমোক্রেসি অডিটোরিয়ামে ‘ছাত্র-জনতার বিপ্লবের ১০০ দিন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারে সর্বশেষ যে তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো- তা একেবারেই ছেলেখেলার মতো। ১৫ বছরের আন্দোলনের ফসল এখন যদি অন্তর্বর্তী সরকার নিজেদের মনে করেন, তাহলে ভুল হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দেন তিনি। গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে- রাজনৈতিক দলগুলো কী চায়। সে অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *