মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা এখন সময়ের দাবি: সিপিবি


নিউজ ডেস্কঃ
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করা এখন সময়ের দাবি। কেবল এই চেতনায় দেশ পরিচালনার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।” রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির ‘ঢাকা সমাবেশ’ থেকে এই আহ্বান জানানো হয়। সিপিবি নেতৃবৃন্দ জোর দিয়ে বলেছেন, “রাজনীতির বাইরে কোনো খেলা বরদাস্ত করা হবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।” জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা ও নিহত-আহতদের পরিবারের পুনর্বাসন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজারব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিত, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ ও ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম।