মীরসরাই থেকে গাড়ি চোর চক্রের এক সদস্য আটক


মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার গাড়ি চোর চক্রের মূলহোতা মোঃ আমজাদ হোসেন মিন্টু (৩৪) এক গাড়িচোর কে (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন ০৪নং ধুম ইউনিয়নের অন্তর্গত মধ্যম নাহেরপুর এরাদল হক মিস্ত্রীর বসত বাড়ী হতে ২টি probox চোরাই গাড়ী সহ গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে লোকচক্ষুর আড়ালে গাড়ি চুরি করে নিজ হেফাজতে রেখে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল। গত কাল গোপন সংবাদের ভিত্তিতে নাহের পুর এলাকায় অভিযান করে গাড়ি চোর চক্রের এক সদস্যকে ২ টি গাড়ি সহ গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানার মামলা নং-১৭ তাং-২৮/১২/২০২৪খ্রি. ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে। ঘটনাস্থলে থাকা ২/৩ জন আসামী পালিয়ে যায়।