যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের মামলা দায়ের করাতে বাদীকে প্রাননাশের হুমকি

প্রকাশিত: 12:33 am, February 18, 2025 | আপডেট: 12:33 am,

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের মামলা দায়ের করাতে বাদীকে প্রাননাশের হুমকি

মোঃ বাদল, সিটি রিপোর্টার: রাজধানীর সায়দাবাদে বধুয়া মার্কেটের সামনে গত ৩১ জানুয়ারী রাতে যাত্রাবাড়ী-সায়দাবাদ টাইলস মার্কেট উপ-পরিষদের সভাপতি মোঃ রবিউল ইসলাম (৫২) এর সাথে থাকা নগদ ৯৯,২০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

এ বিষয়ে গত ২ ফেব্রুয়ারী ঢাকা সি এম এম কোর্টে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

মামলা সূত্রে জানা গেছে মোঃ রবিউল ইসলাম গত ৩১ জানুয়ারী রাতে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর বঁধুয়া মার্কেটের সামনে আসলে মাসুম, রাসেল, সেন্টু সহ ২৪/২৫ জন লোক পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে রবিউল কে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গতিরোধ করে। এ তারা রবিউল কে টেনে হিচরে বধুয়া টাইলস মার্কেটের নিচে একটি দোকানে নিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তার সাথে থাকা সংগঠনের নগদ ৯৫,০০০/- এবং তার নিজস্ব ৪,২০০/- সর্বমোট ৯৯,২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবিষয়ে কোন ধরনের মামলাএবং কারো কাছে প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়।

 

এর ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় পশ্চিম যাত্রাবাড়ী পাটোয়ারী টাইলস দোকানে আনোয়ার হোসেন ভুট্টো, মাসুম সহ ১০/১২ জন এসে প্রথমে মামলার বাদীকে খোঁজ করেন, সেখানে তাকে না পেয়ে তার দোকানের ভারাটিয়া পাটোয়ারি টাইলসের মালিক মোঃ সোহেলকে মামলা তুলে নিতে হুমকি ধামকি ও প্রান নাশের ভয়ভীতি দেখায়। স্থানীয় লোকজন বিষয়টি জানার জন্য এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

 

এ বিষয়ে আগামীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *