রাতের আঁধারে চট্টগ্রামের মীরসরাই থেকে সিএনজি গাড়ি চুরির চেষ্টা সিসিটিভি ফুটেজে চোর সনাক্ত


জাবেদ হোসেন, মীরসরাই প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পূর্ব খৈয়াছড়া গ্রামের তাজু ফকির পাড়ার শাহিন মঞ্জিল থেকে শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাতে দরজার তালে ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়ি চোর চক্রের সদস্যরা। গাড়ির মালিক বিবি জয়নাব গ্লোবাল নিউজ কে বলেন প্রতিদিনের মতো গতরাতেও গাড়িটি আমার বাড়িতে রেখে যায় ড্রাইভার গাড়ি চোর চক্রের সদস্যরা বাড়িরে গেইটের তারা ভেঙ্গে সিএনজি রাস্তায় বের করে এস্টাট দেওয়ার চেষ্টা করলে সিএনজির ফিল্টার খোলা থাকার কারণে এস্টাট না হওয়ায় নিয়ে যেতে পারেনি। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি সিসিটিভির ফুটেজ দেখে তদন্তের কাজ চলমান রয়েছে।