সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ গ্রেপ্তার

প্রকাশিত: 3:50 pm, January 31, 2025 | আপডেট: 3:50 pm,

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ গ্রেপ্তার

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী বিশেষ প্রতিনিধি :আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক লালমনিরহাট ২ সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন পুর্বের গলিতে তাহার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ ।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ ভাংচুর অবৈধ সম্পদ অর্জন সহ একাধিক মামলা রয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

 

এর আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

 

এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহম্মদের নামে আটটি মামলা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ গ্রেফতার করার পর বি এন পি সমর্থিত কিছু নেতা কর্মী নুরুজ্জামান আহম্মেদ কে কিল ঘুশি মারেন এবং ডিম ছুড়ে মারেন যে বিষয় টি অতিব লজ্জা জনক, এ বিষয়ে উপস্থিত সাধারণ জনগণ আইন শৃংখলা বাহিনী কে দোষী করে বলেন একজন প্রবীণ ব্যাক্তি কে এ ভাবে আইন শৃংখলা বাহিনীর সামনে আঘাত করা টা আইনের প্রতি অসম্মান প্রদর্শন করা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *