ইসিএস নির্বাচন: সভাপতি তুহিন এবং সাধারণ সম্পাদক সোহাগ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২ | আপডেট: ৭:০৫ অপরাহ্ণ,

উতসাহ উদ্দীপনা এবং বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে গতকাল বুধবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো এলিফ্যান্ট রোড কমপিউটার
ব্যবসায়ী কল্যাণ সমিতি’র (ইসিএস) নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য ২০২৩-২০২৪ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ
(ইসি) এর নির্বাচন। ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সারাদিনই ছিলো উতসবমুখর এবং প্রাণবন্ত আড্ডা। এবারের নির্বাচনে
১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ৯৭৬ জন ভোটারের মধ্যে ৯০০ জন ভোটার
গোপন ব্যালট পেপারের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন। এর মধ্যে ৯৯টি ভোট বাতিল হয়। চুড়ান্ত ভোট ৮০১টি।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করা হয়। যার ফলে ফলাফল দিতে বেগ পেতে হয়নি। অল্প সময়ের মধ্যেই
ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভান্স কমপিউটার টেকনোলজির প্রধান নির্বাহী
কর্মকর্তা ইঞ্জিনিয়ার চৌধুরি মো. আসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় মাইক্রোওয়ে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ শহিদুজ্জামান ও বারি কমপিউটারের স্বত্তাধিকারি এম এস ওয়ালীউল্লাহ।

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *