খালেক বেকারিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমান

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ণ,

গীতি গমন চন্দ্র রায় গীতি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহর এলাকায় খালেক বেকারীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ ভ্রাম্যমাণ আদালত বেকারীর মালিক আব্দুল খালেককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়,রানীশংকৈল পৌর শহরের সকাল ১১ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।সে সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।তিনি জানান গোপন অভিযোগের প্রেক্ষিতে খালেক বেকারীর কারখানায় গিয়ে দেখা যায়,উৎপাদিত পন্যের বিএসটিআই অনুমোদন না থাকা,ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার করা ও কারখানার পরিবেশ নিম্ন মানের হওয়ার কারণে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *