রংপুর দক্ষিগঞ্জ শশ্মাণে ১৬ প্রহর ব‍্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩ | আপডেট: ১০:৫০ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র:বিশ্ব শান্তি কল্পে, দেশ ও জাতীয় মঙ্গলার্থে বাংলাদেশ ব্রাক্ষ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখা আয়োজিত এই প্রথম রংপুর দক্ষিগঞ্জ শশ্মাণে ১৬ প্রহর ব‍্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, লীলা কীর্তন শিব স্বস্ত‍্যয়ন ( যজ্ঞ) ও ধর্মীয় আলোচনা ২ দিন ব‍্যাপী চলছে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর কুমার পাল, পিপিএম,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) রংপুর মেট্রোপলিটন পুলিশ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, গণ: বাংলাদেশ সরকার হিন্দু কল‍্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা শাখার দায়িত্ব প্রাপ্ত।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবূ বক্কর সিদ্দিক,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), রংপুর মেট্রোপলিটন পুলিশ। রাম জীবন কুন্ডু, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখা।

 

বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য, রংপুর কেন্দ্রীয় সমবায় ব‍্যাংক লিমিটেডের চেয়ারম্যান।

 

সভাপতিত্ব করেন, ধীমান ভট্টাচার্য্য, সভাপতি,বাংলাদেশ ব্রাক্ষ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখা।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, পাভেল চন্দ্র রায়। সহ-সভাপতি, পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখা।

 

উক্ত ২ দিন ব‍্যাপী অনুষ্ঠানে হাজার হাজার হিন্দু ভক্তরা প্রসাদ গ্রহণ করেন বলে জানা যায়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *