জুরাইনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
আনোয়ার হোসেন: জুরাইনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক জশনে জুলুস আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মত এবারও পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবার আজ (৬ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর জুরাইনের মুন্সিবাড়ির নূরে আমিন বাইতুল রিয়াজ জামে মসজিদ থেকে জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে জুরাইন ও পোস্তগোলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদিক্ষন শেষে আবারো মুন্সিবাড়ির নূরে আমিন বাইতুল রিয়াজ জামে মসজিদ এসে মিলাদ কিয়াম আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়।
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) আনন্দ মিছিলে নেতৃত্ব দেন এবং আখিরী মোনাজাত পরিচালনা করেন মাসুমীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা মুফতি মোখতার রেজা মাসুমী সুলতানপুরী হুজুর কেবলা।
এর আগে সকাল থেকে হাজার হাজার আশেকে রসুল ধর্মপ্রাণ মানুষ জুরাইনের মুন্সিবাড়ির নূরে আমিন বাইতুল রিয়াজ জামে মসজিদে ব্যানার, ফেস্টুন, মাইক ও সরবত বিতরণের গাড়ি নিয়ে জড়ো হয়ে জশনে জুলুস আনন্দ রেলিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নুরে আমিন বাইতুল রিয়াজ জামে মসজিদের মোতোয়াল্লী রফিকুল ইসলাম ফালান, গিয়াস উদ্দিন, ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিয়াম তরঙ্গ জজ, বাবুল রেজা মাসুমী, জমশের রেজা মাসুমী, নুরু রেজা মাসুমী, নুহাশ রেজা মাসুমী, শাহীন, রমজান, মনির সহ প্রমুখ।