দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সম্পাদক রাসেল কবির 

প্রকাশিত: 3:04 pm, January 1, 2025 | আপডেট: 3:04 pm,

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সম্পাদক রাসেল কবির 

নিজস্ব প্রতিবেদক: ইংরেজী নববর্ষ উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় নিউজ পোর্টাল গ্লোবাল নিউজ এর সম্পাদক জনাব মোঃ রাসেল কবির।

 

সেইসঙ্গে নতুন বছরের সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আসুক এমন কামনা করেছেন তিনি।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান ‘শুভ নববর্ষ’।

 

তিনি লিখেন, ‘অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রুপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *