দশমিনায় ফলজ চারা ও সবজি বীজ বিতরণ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩ | আপডেট: ৯:৫২ অপরাহ্ণ,

রবিউল হাসান: পটুয়াখালীর দশমিনায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে (২৫ শে এপ্রিল) বেলা ১১ টার সময় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে প্রায় শতাধিক আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ফলের চারা ও বিভিন্ন সবজির বীজ বিতারন করা হয়।

 

উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজ নীরা।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন পালোয়ান সহ অনান্য কর্মকর্তাবৃন্দ।

 

উপজেলা কৃষি অফিসার মো.জাফর আহমেদ বলেন, সুষম পুষ্টি সবার জন্য আবশ্যক, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে বাড়ির আঙ্গিনার অনাবাদী জমি চাষের আওতায় আশার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *