দশমিনায় স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ অনুষ্ঠিত  

প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ৭:৪০ পূর্বাহ্ণ,

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় দশমিনা উপজেলায় শুরু হয়েছে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ।

 

এ উপলক্ষে আজ রবিবার (১৯ শে মার্চ) বেলা ১২ টায় তৃতীয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে দশমিনা ইউনিয়ন পরিষদের হল রুমে। স্বাস্থ্যখাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা এবং স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহমুদ, লিটন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মিঠুন চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন ভুট্টো, মেডিকেল টেকনোলজিস্ট মো.ইয়াকুব আলী খান,সিএইচসিপি মো.রকিবুল ইসলাম ও মোজাম্মেল, প্রমূখ।

 

এর আগে ১৭ ই মার্চ শুক্রবার স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা,

 

মিলাদ মাহফিল, রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও নবজাতক শিশুদের উপহার বিতরণ করা হয বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী আমাদের এই স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ পালন করা হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *