বিএনপির জনসমাবেশে তানভীর হুদা’র নেতৃত্বে বিশাল শোডাউন

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৩ | আপডেট: ১০:০৮ পূর্বাহ্ণ,

সুমন আহমেদ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের ন্যায় চাঁদপুরে জনসমাবেশ করেছে বিএনপি।

 

চাঁদপুর জেলা বিএনপির জনসমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী, সাবেক ৪ বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদার নেতৃত্বে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এর বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউনে অংশগ্রহণ করেন।

 

উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (২৬ মে) বিকেল ৩টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোস্তাক মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুল হক সাঈদ।

 

এসময় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানী ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে শ্লোগানে শ্লোগানে জনসমাবেশে অংশগ্রহণ করেন।

 

মিছিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলাউদ্দীন খাঁন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব দক্ষিন পৌর বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মাদুল্লাহ বাবুল, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিবলু, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফ ফরাজী, সারওয়ার ফরাজী, সাবেক ছাত্রনেতা মাহবুব ফরাজী, মোঃ রুবেল বেপারী, আলী হোসেন প্রধান, মোঃ হৃদয়, মোঃ রুপক, মোঃ ইব্রাহিম, মোঃ রবিন, মোঃ রিয়াদ, উপজেলা বিএনপি নেতা আহাম্মদউল্লা, ছমির আলী মেম্বার, ছেংগারচর পৌর বিএনপি সহ-সভাপতি মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, উপজেলা বিএনপি নেতা খোকা লস্কর, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম, উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু, মোহাম্মদ আলী জিন্নাহ, মফিজুল ইসলাম, সাইফুল ইসলাম, সেলিম হোসেন, মোঃ জমির, সালাউদ্দিন, নূরে আলম, সজিব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সি, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, শ্রমিকদল নেতা সোহেল, তাঁতীদল নেতা আনোয়ার প্রধান, কামরুল ইসলাম, আক্তার হোসেন, আসাদ মোল্লা, সোলেমান প্রধান, মফিজ খাঁন, শাহ আলম, হেলাল ল, শাহাবুদ্দিন, সারোয়ার ফরাজী, ফয়সাল খন্দকার, ইব্রাহিম, ইমরান, মাহবুব, ইলিয়াস, নাদিমসহ হাজারো নেতাকর্মী।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *