স্বাধীন সংবাদের সম্পাদক আকাশসহ যাত্রাবাড়ীতে দুই সাংবাদিকের উপর হামলা

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৪ | আপডেট: ১০:৫৪ অপরাহ্ণ,

বাদশাহ দেওয়ান::    

রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজের পাশে অন্বেষা ফ্যাক্টরির গলি লাইভ ফ্যান ফ্যাক্টরিতে সাংবাদিক নির্যাতন করা হয়েছে।
সূত্রে জানা গেছে হাবিব লাইভ ফ্যাক্টরিতে কাজ করতো রেজাউল নামের কর্মচারী। ফ্যাক্টরির কর্তৃপক্ষের লোকজন রেজাউলের বেতন আটকে দেয় তা চাইতে গেলে তার উপর নির্মমভাবে নির্যাতন করে। বিষয়টি জানার জন্য রেজাউলের ভাই জাগো নিউজ এর রিপোর্টার (সচিবালায় বিটে কাজ করা) ইসমাইল হোসেন রাসেল ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেলের মামাতো ভাই বিষয়টি জানার জন্য ওই ফ্যাক্টরিতে গেলে অকথ্যভাষায় গালীগালাজ করে । বিষয়টি বাধ্য হয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে যাত্রাবাড়ি থানাকে জানানো হয়, পুলিশ আসতে দেরি হয়। বিষয়টি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশকে জানালে , তিনি জাতীয় প্রেসক্লাবে ছিলেন সেখান থেকে মোটরসাইকেলে দ্রুত বেগে হাবিব লাইট কারখানায় গেলে, কারখানার ম্যানেজার ৫০ থেকে ৬০ জন বহিরাগত সন্ত্রাসী এনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এর সাথে আলোচনা চলাকালে জাগো নিউজের স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন রাসেল এর উপর অতর্কিত হামলা চালায় ও ব্যাপক মারধর করার অভিযোগ পাওয়া যায় । কিছুক্ষণ পর পুলিশ আসে। যাত্রাবাড়ী থানার এসআই রফিককে সাংবাদিকরা বারবার অনুরোধ করেন আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, নিয়ে চলেন, কিন্তু অদৃশ্য কারণে এসআই রফিক বারবার বলেন বিষয়টি এখানেই সমাধান করতে হবে ,পরে বাধ্য হয়ে জীবন বাঁচাতে কারখানার লোকদের কথা মতো এসআই রফিকের সামনে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখতে বাধ্য হয় যে, এই কারখানায় কোনো মারামারী হয় নাই , কথা কাটাকাটি হয়েছিল , বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তির সামনে সমাধান হয়েছে। এই লিখিত দেওয়ার পর এস আই রফিক সাংবাদিকদেরকে কারখানার বাইরে নামিয়ে দিয়ে আবার ঐ কারখানায় যায়। বর্তমানে সাংবাদিকরা ঢাকা মেডিকেলে চিকিৎসধীন অবস্থায় আছে। জাগো নিউজের স্টাফ রিপোর্টার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সদস্য ইসমাইল হোসেন রাসেলের অবস্থা আশঙ্কা জনক ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *