নড়াইলে বাসা থেকে অস্ত্র উদ্ধার, বারান্দা দিয়ে লাফিয়ে পালালেন কাউন্সিলর

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩ | আপডেট: ৮:০৯ অপরাহ্ণ,

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তুফানের বাড়ি থেকে গুলিসহ পিস্তল, ম্যাগজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নড়াইল সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) নড়াইল সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ নড়াইল গ্রামে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে দক্ষিণ নড়াইল গ্রামের তুফান কাউন্সিলরের বসতঘরে সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এম এম গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তুফান কাউন্সিলর দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *