ফরিদপুর কোতয়ালি থানার ওসিকে দুদকে তলব

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩ | আপডেট: ৪:২০ অপরাহ্ণ,

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম.এ জলিলকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পুলিশ স্কয়ার মার্কেট নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০ টায় ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে তলব করা হয়।

প্রায় আড়াইঘণ্টা যাবৎ তাকে এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম।

ওসিকে জিজ্ঞাসাবাদের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, থানা সংলগ্ন দক্ষিণ পাশের পুলিশ স্কয়ার মার্কেট নির্মাণে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি আশ্রয়ের অভিযোগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলকে ডাকা হয়েছিল।

আমরা ওসির অভিযোগগুলো তদন্ত করে দেখছি। এজন্য তদন্তের স্বার্থে বিস্তারিত বলছি না। ওসির বিরুদ্ধে এছাড়াও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ, থানায় ঘুস গ্রহণসহ এরকম অপরাধের সব রকম অভিযোগ আমাদের কাছে রয়েছে। আমরা সব অভিযোগ তদন্ত করছি।

দুদকে তলবের বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলের মোবাইল ফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেন।

তিনি বলেন, পুলিশ স্কয়ার মার্কেট নিয়ে অনেক টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে বেনামে চিঠির বিষয়ে আমাকে ডেকেছিল। মার্কেটটি সাবেক এসপি আলিমুজ্জামান স্যার থাকাকালীন হয়েছে এবং সব টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। এখানে এক টাকাও এদিক-সেদিক হয়নি। আর একজন বেনামে চিঠি দিতেই পারে।

ব্যক্তিগত সম্পদ অর্জনসহ অন্যান্য অভিযোগগুলো বিষয়ে কোনো মন্তব্য করেননি ওসি এম এ জলিল।

 

সূত্র: বাংলা নিউজ



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *